হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রামাল্লার উপকণ্ঠে এক ফিলিস্তিনি যুবকের শহীদ হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়েছে। জিহাদ ইসলামি ফিলিস্তিনের বয়ানে লিপিবদ্ধ আছে যে, ফিলিস্তিনিদের রক্ত রঙ আনবে এবং এ জাতির অধ্যবসায়ের চেতনা বৃদ্ধি করবে।
জিহাদে ইসলামি ফিলিস্তিনের বিবৃতিতে বলা হয়েছে, এই ভূখণ্ড দখলকারী ইহুদিবাদীদের হাত থেকে মুক্ত করা এবং অধিকৃত অঞ্চল ফিরিয়ে নেওয়াই ফিলিস্তিনি শহীদদের রক্তের প্রকৃত পুরস্কার।
মনে রাখতে হবে, গতকাল রামাল্লার বেইরা শহরে ইহুদিবাদী সেনারা তেত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি যুবক ইয়াজান ওমর খাসিবকে গুলি করে শহীদ করে।
ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে তার দুর্বলতা লুকানোর চেষ্টা করছে, কিন্তু ফিলিস্তিনি মুজাহিদীন ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদীদের এই জঘন্য কর্মকাণ্ডে ভীত হবে না এবং অধ্যবসায়ের পথ থেকে পিছপা হবে না।
আপনার কমেন্ট